নিউজ ডেস্ক : আজ মহান মে দিবস। বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে দিবসটি। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় পহেলা মে দিনটিকে। কিন্তু মহান মে দিবসের মূল যে অর্জন বা চেতনা সেটি বাংলাদেশের ৮৫ ভাগ মানুষের কাছে পৌঁছায়নি।
শ্রমিকদের দাবি আদায়ের এ সংগ্রামমুখর দিনে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ অভিনন্দন বার্তা দিয়েছেন। ঘাড়ে ইটের বোঝা চাপানো এক শ্রমিকের ছবিও সংযুক্ত করেছেন তিনি।
ওই ছবিতে লেখা আছে— ‘শ্রমিককে তার শ্রমের প্রাপ্য তার ঘাম শুকিয়ে যাওয়ার আগেই প্রদান করো।’ (ইবন মাজাহ : ২৪৪৩)
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ভাবতে পারেন প্রতিটি শস্যদানা কৃষি শ্রমিকের তাদের হাতে বোনা! কৃষক, কারখানার শ্রমিক, মজদুরদের অধিকার প্রতিষ্ঠার দিন আজ। তাঁদের জানাই সালাম, সংগ্রামী অভিনন্দন।’
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস