রবিবার, ০১ মে, ২০১৬, ০১:৫৪:৩৫

জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, অপেক্ষা খালেদার

জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, অপেক্ষা খালেদার

নিউজ ডেস্ক : প্রচণ্ড গরমকে উপেক্ষা করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই আসতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। মহান মে দিবস উপলক্ষে বিকেলে অনুষ্ঠিত হবে বিএনপির শ্রমিক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেব বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মে দিবসের এই জনসভার আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এরই মধ্যে সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খালেদা জিয়া বিকাল ৪টায় সমাবেশস্থলে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১২টা থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে তারা দলে দলে একত্রিত হচ্ছেন সমাবেশস্থলে। এছাড়া মৎস্য ভবন এলাকায়ও অনেক নেতাকর্মীকে অপেক্ষা করতে দেখা গেছে।

সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি, গণতন্ত্রহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিক ও সাধারণ মানুষের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথির ভাষণ দেবেন।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটবে বলে জানিয়েছে বিএনপি। সমাবেশ সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইন। দুপুরের আগেই খণ্ড খণ্ড নিয়ে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে। দলীয় ও সরকার বিরোধী স্লোগান দিয়ে মাতিয়ে তুলেছেন পুরো এলাকা।

এদিকে, শ্রমিক সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশকালে নেতাকর্মীসহ সবার শরীর তল্লাশি করছে পুলিশ। পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশও উপস্থিত রয়েছেন।

ঢাকায় খালেদা জিয়ার সর্বশেষ জনসভা হয়েছিল বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত ৫ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে, যে দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ বলে থাকে। আর সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার সর্বশেষ সমাবেশ হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে