ঢাকা : এবার রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী মোড়ে অবস্থিত আবাসিক হোটেল অনন্যা থেকে বিউটি নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।
তিনি জানান, খবর পেয়ে রোববার ভোররাত ৪টার দিকে ওই হোটেলের ২০৩ নম্বর রুম থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন।
হোটেল সূত্রে গেছে, শনিবার রাতে মনির হোসেন ও বিউটি স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন। নিহত বিউটির গলায় কালো দাগ রয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম