রবিবার, ০১ মে, ২০১৬, ০৩:৫৫:৫৪

অবশেষে দাবি মেনে নিল সরকার

অবশেষে দাবি মেনে নিল সরকার

ঢাকা : অবশেষে আন্দোলনরত নার্সদের দাবি মেনে নিল সরকার।  তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রীনা আক্তার।

আজ রোববার সকালে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন।  আগের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতেই নিয়োগ দেয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, গত ২৮ মার্চ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬১৬ জন স্টাফ নার্স পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) বিজ্ঞপ্তি দেয়। এরপর থেকেই নার্সরা রাজপথে আন্দোলনে নামেন।

দাবি আদায়ের আন্দোলন করতে এসে রাস্তায় গাছতলায় রাত কাটছে নার্সদের।  সন্ধ্যার পরও প্রেসক্লাবের সামনের রাস্তায় বসে স্লোগান দিতে দেখা গেছে নার্সদের।  গভীররাত পর্যন্ত চলছিল তাদের অবস্থান ধর্মঘট।  তারা বলেছিলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বেন না। ঝড়-বৃষ্টি হলেও তারা এখান থেকে নড়বেন না।

পুরুষ সদস্যরা তাদের ঘিরে ছিলেন।  মাঝে মাঝে মাইকে নির্দেশনা দিয়ে বলা হচ্ছিল, যদি কেউ কোনো প্রয়োজনে তাদের সীমানার বাইরে যান, তাহলে তারা যেন পুরুষ সদস্যদের সঙ্গে নিয়ে বা নেতৃত্বস্থানীয় কাউকে জানিয়ে যান।

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার অন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনার ক্লান্ত হবেন না।  ধৈর্য হারাবেন না।  ধৈর্যের ফল শুভ হয়।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে