ঢাকা : জনগণকে বিভ্রান্ত করার হীন উদ্দেশ্যেই একই ভাঙা রেকর্ড বারবার বাজাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে ডা. শফিক বলেন, প্রধানমন্ত্রীর এ মন্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করতেই তিনি জামায়াতের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো গুপ্ত হত্যা, মানুষ পুড়িয়ে মারা, সন্ত্রাস, সরকার উৎখাত ও ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না। দেশের জনগণ তার ভাঙা রেকর্ডের বক্তব্য বিশ্বাস করে না।
ডা. শফিক বলেন, দেশবাসী জানেন যে, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ বিরোধীদলের নেতাকর্মীদের গুপ্ত হত্যা করাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার মত এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে নিজেদের অপকর্ম ঢেকে রাখার অপচেষ্টা চালাচ্ছেন। জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা যাবে না।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম