রবিবার, ০১ মে, ২০১৬, ০৬:১২:১৬

শ্রমিক দিবসে মারা গেলেন দুই নির্মাণ শ্রমিক

শ্রমিক দিবসে মারা গেলেন দুই নির্মাণ শ্রমিক

ঢাকা : শ্রমিক দিবসে রাজধানীর মতিঝিলের দিলকুশায় নির্মাণাধীন ভবনের চারতলার ছাদ থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালনের মধ্যে দুর্ঘটনায় এ দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘট​ল।

নিহত শ্রমিকদের মধ্যে একজনের নাম স্বপন শেখ (১৮) ও আরেকজনের নাম আবদুল হালিম (৩০)।

স্বপনের বাড়ি গাইবান্ধা জেলার শাগহাটার কুচুয়া গ্রামে।  তার বাবার নাম আমিরুল শেখ।  অপর শ্রমিক হালিমের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।  তার বাবার নাম ফজলু মিয়া।  

তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ৪০ দিলকুশার একটি নির্মাণাধীন ভবনে রড ওঠানোর সময় দুই শ্রমিকের মৃত্যু হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক মেশিন ​দিয়ে ওঠানোর সময় ইলেকট্রিক শক থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।  শ্রমি​কদের একজন চারতলা ও একজন দোতলায় কাজ করছিলেন।

বাংলাদেশে নির্মাণ খাতে প্রতিবছর অনেক শ্রমিক মারা যান।  গত আট বছরে ৭২২ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।  আহত নির্মাণ শ্রমিকের সংখ্যা ৪১২।

বেসরকারি সংস্থা বিলসের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে এ খাতে মারা যান ৬১ শ্রমিক।  আহত হন ১১৯ জন।

বিলসের হিসাব অনুযায়ী, বিভিন্ন খাতের শ্রমিক মৃত্যুর দিক থেকে বাংলাদেশে প্রথম পোশাক খাত।  এ পরের অবস্থানে পরিবহন খাতের শ্রমিক।  সংখ্যার দিকে থেকে নির্মাণ খাতে শ্রমিক মৃত্যুর অবস্থান তৃতীয়।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে