রবিবার, ০১ মে, ২০১৬, ০৭:৩০:১৮

১৮ জন কৃষক হত্যা করেছে বিএনপি : শেখ হাসিনা

 ১৮ জন কৃষক হত্যা করেছে বিএনপি : শেখ হাসিনা

ঢাকা : ১৯৯১ থেকে ৯৬ সালে বিএনপি সরকারে থাকাকালীন সারের দাবিতে আন্দোলন করার সময় ১৮ জন কৃষককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মে দিবস উপলক্ষে রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রমিকরা ন্যায্য মজুরির জন্য আন্দোলন করেছিল।  তখন ছিল রমজান মাস, সংযমের মাস।  ওই রমজান মাসেই ১৭ জন শ্রমিককে নির্বিচারে গুলি করে হত্যা করে বিএনপি সরকার।

তিনি বলেন, কৃষকরা যখন সারের দাবিতে আন্দোলন করেছিল, তখন ১৮ জন কৃষককে তারা হত্যা করা হয়।  মজুরি বৃদ্ধি তো দূরের কথা উল্টো তাদের লাশ হয়ে ফিরতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখনই সরকারে এসেছি, শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেছি এবং করে যাচ্ছি।  আমরা অনেকগুলো বন্ধ কলকারখানা চালু করেছি।  শ্রমিকদেরও একটা কর্তব্য আছে, এই কলকারখানাগুলো যাতে সঠিকভাবে চলে সেজন্য তাদের আরো আন্তরিক হওয়া।

তিনি বলেন, আমি জানি অনেক কল-কারখানা রয়েছে, যার মেশিন-যন্ত্রপাতিগুলো অনেক দিনের পুরনো।  এগুলো দিয়ে উৎপাদন খুব উন্নতমানের করা সম্ভব নয়।  এর জন্য যা ব্যবস্থা করা দরকার, সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু বিসিক শিল্পনগরী করেছিলেন প্রতি জেলায় জেলায়।  আমরা তারই আদর্শ অনুসরণ করে সিদ্ধান্ত নিয়েছি সমগ্র বাংলাদেশে ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা শিল্পাঞ্চল গড়ে তুলবো।  যাতে করে সেখানে কর্মসংস্থান বাড়ে।  

তিনি বলেন, যে যে জেলায় যে ধরনের কাঁচামাল বেশি উৎপাদন হয়, ঠিক সে ধরনের শিল্প যাতে সেখানে গড়ে ওঠে, সে ব্যবস্থাও আমরা নিচ্ছি।  মালিকদের বলবো, আপনারা যত্রতত্র শিল্প গড়ে তুলবেন না, আমরা যে অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি এর মধ্যেই শিল্প গড়ে তুলুন।

শেখ হাসিনা বলেন, শ্রমিকদের বেতন ন্যূনতম বৃদ্ধি করেছে বর্তমান সরকার।  চিকিৎসাখাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।  প্রবাসী শ্রমিকদের অবস্থা তদারকিতে দৃষ্টি রয়েছে সরকারের।  
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে