নিউজ ডেস্ক : ক্ষমতাসীন অাওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের নাম ভুলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া।
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম ভুলে যান তিনি।
মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বেগম খালেদা জিয়া।
বক্তব্যের একপর্যায়ে সাংবাদিক শফিক রেহমানের প্রসঙ্গ টানেন তিনি। এ সময় জয়ের নাম কয়েকবার বলার চেষ্টা করেও উচ্চারণ করতে পারছিলেন না বেগম জিয়া।
তিনি বলেন, ‘হাসিনার ছেলের নাম জানি কি?’ পরে পাশ থেকে একজন বলে দেয়ার পর জয়ের নাম উচ্চারণ করেন বেগম জিয়া।
খালেদা জিয়া বলেন, সে বাংলাদেশ থেকে ২৫শ’ কোটি টাকা চুরি করে দেশের বাইরে নিয়ে আরাম-আয়েস করছে। সাংবাদিক শফিক রেহমান জয়ের চুরির খবর জানেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, চুরির জন্য জয়কে গ্রেফতার করা উচিত। তাকে জিজ্ঞাসাবাদ করলেই রহস্য উদ্ঘাটন করা যাবে।
জয়ের অর্থচুরির প্রমাণপত্র ২৫টি দেশে রয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম