রবিবার, ০১ মে, ২০১৬, ০৮:৫০:৪৫

খালেদার জবাব দিয়ে চোর উপাধি দিলেন জয়

খালেদার জবাব দিয়ে চোর উপাধি দিলেন জয়

ঢাকা : যুক্তরাষ্ট্রে জয়ের অ্যাকা্উন্টে আড়াই হাজার কোটি আছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেছেন, খালেদা জিয়া যদি ২৫০০ কোটি টাকার হদিস দিতে পারেন, তাহলে সেই টাকা এতিমদের দান করে করে দেবেন জয়।

রোববার রাত সাড়ে সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন জয়।

খালেদার উদ্দেশ্যে স্ট্যাটাসে জয় লিখেছেন, ‌“একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর নাতির দিকে কাদা ছোড়া উচিত নয়।  ম্যাডাম, আপনি যদি জানেন যে, ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।”

জয় লিখেছেন, “আপনার (খালেদা) পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআই-এর গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি।  ১/১১ এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিল, তারাও সেটি খুঁজে পায়নি।  এমনকি এফবিআই সেটি পায়নি।

তিনি লিখেন, এটা এ জন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোনো সম্পদ কোনোদিন অর্জন করিনি।  আমি তত ধনী নই।  অপরদিকে খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর।”
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে