রবিবার, ০১ মে, ২০১৬, ১০:৫৬:২৯

রওশন এরশাদের কণ্ঠে, ‘তুমি আছ, গৃহবাসে তাই আছে রুচি’

রওশন এরশাদের কণ্ঠে, ‘তুমি আছ, গৃহবাসে তাই আছে রুচি’

ঢাকা : আজকের দিনটা যেন জাতীয় পার্টির।  রওশন এরশাদকে পাশে পেয়ে এরশাদ শোনালেন আবেগের কথা।  আর রওশন এরশাদ শোনালেন কবি সত্যেন্দ্রনাথ দত্তের ‘মেথর’ কবিতা।  

তারা এক মঞ্চে বসায় জাতীয় পার্টিতে যেন নতুন সুর বাজছে।  জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং তার স্ত্রী ও সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদকে একসঙ্গে দেখে নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।  আবেগ দেখা গেছে এরশাদ ও রওশন এরশাদের মধ্যেও।

দুজনকে নিয়ে জাতীয় পার্টিতে যে দুর্যোগের ঘনঘটা ছিল আজ যেন কেটে গেল।  এসময় এরশাদ বলেন, আমার হৃদয় আজ আনন্দে ভরপুর, রওশন যে আমার পাশে।  যেন এক মহামিলন।  তা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরাও।

বক্তব্যের মাঝে হঠাৎ করেই রওশন এরশাদ কবি সত্যেন্দ্রনাথ দত্তের ‘মেথর’ কবিতার প্রথম চার লাইন আবৃত্তি করে শোনান-

কে বলে তোমারে, বন্ধু, অস্পৃশ্য, অশুচি?
শুচিতা ফিরিছে সদা তোমারি পিছনে;
তুমি আছ, গৃহবাসে তাই আছে রুচি
নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে…।

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে মহান মে দিবসে শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কবিতা পড়ে শোনান তিনি।  

রওশন এরশাদ বলেন, মে দিবস শ্রমিকদের আন্দোলনের ফসল।  এই দিনটি এমন একটা দিন, যা সারাবিশ্বে পালন করা হয়।  অর্থনীতির চাকা সচল রাখেন শ্রমিক ও মেহনতি মানুষ।  শ্রমিকদের ছোট করলে হবে না, তাদের মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।  আমাদের দেশের মহিলারা সর্বক্ষেত্রে অবহেলিত।  তারা পুরুষের সমান কাজ করেও ন্যায্য মজুরি পায় না।  তারা সব জায়গায়ই অবহেলিত। পোশাক শিল্পের বন্ধ হয়ে যাওয়া কারখানার ২ লাখ শ্রমিক বর্তমানে বেকার।

রওশন এরশাদ বলেন, গার্মেন্ট শ্রমিকদের ১৮ হাজার টাকা বেতন দেয়া উচিত।  দেশে কর্মক্ষম লোক আছেন ১২ কোটি ৩৩ লাখ।  তাদের মানব সম্পদে পরিণত করতে হবে।

বক্তব্যের ‍শুরুতেই রওশন এরশাদ বলেন, আজকের শ্রমিক সমাবেশে উপস্থিত জাতীয় পার্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদ বলেন, আমার হ্দয় আজ আনন্দে ভরপুর। রওশন এরশাদ আসায় আমি খুব খুশি হয়েছি।  তার উপস্থিতিতে আজকের দিনটি শুধু শ্রমিকদের জন্যই নয়, জাতীয় পার্টির জন্যও আনন্দের দিন।  আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো।  

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করায় নিজের এবং দলের পক্ষে থেকে অভিনন্দন জানান।

জাতীয় শ্রমিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি একেএম আশরাফুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবুল হোসনে বাবলা, ফজলে ইমাম, শওকত হোসেন, এসএম ফয়সাল চিশতী প্রমুখ।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে