নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয় আমরা সব ষড়যন্ত্র উদ্ঘাটন করেছি। সঠিক লোক ও দলটিকে চিহ্নিত করতে পেরেছি। একে একে এসব অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করছি।
রোববার সন্ধ্যায় শিবপুর উপজেলা পরিষদ মাঠে নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রবিউল আউয়াল খান কিরনের ৩০তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতিক), স্থানীয় এমপি সিরাজুল ইসলাম মোল্লা ও শিবপুরের সাবেক এমপি রবিউল আউয়াল খান কিরনের ছেলে ফজলে রাব্বী খানসহ অন্যান্য নেতৃবন্দ।
২ মে ২০১৬/এমটি নিউজ২৪/সবুজ/এসএ