নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় দেলোয়ার হোসেন (৪০) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ফাতেমা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক(এএসআই) বাবুল মিয়া জানান, ভোরে বাসা থেকে ডিউটিতে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। যাত্রাবাড়ী কাজলা ফাতেমা পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেন ট্রাফিক পুলিশের পূর্বজোন ডেমরা বিভাগে কর্মরত ছিলেন।
০২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস