সোমবার, ০২ মে, ২০১৬, ১০:১৬:১৩

‘আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে’

‘আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে’

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার বিচার দাবিতে সোমবার সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন।

গত ২৩শে এপ্রিল অধ্যাপক সিদ্দিকীকে গলা কেটে হত্যা করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করেছেন যে কয়েক মাস আগেই শিক্ষকদের পে-স্কেলে গ্রেড বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে তাদের যতটা সোচ্চার দেখা গেছে সহকর্মী হত্যার ঘটনায় তাদের ততটা জোরালো ভূমিকা দেখা যায়নি।

ঘটনার এতোদিন পর কর্মসূচি কেনো জানতে চাইলে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ঘটনার তিন-চারদিন পরেই ফেডারেশনের মিটিং করে বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন করেছি। এরপর আসলে বিভিন্ন ছুটি ছিল। ৩৭ টি বিশ্ববিদ্যালয়ে যেনো একযোগে আমরা কর্মসূচি পালন করতে পারি সেজন্য সবার সাথে কথা বলেই আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি।’

সোমবার কর্মবিরতির পর মঙ্গলবার শিক্ষক ফেডারেশনের নেতারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ সম্মেলনে যোগ দেবেন বলে জানান অধ্যাপক আহমেদ। তিনি বলেন, ‘অন্যান্য ঘটনাগুলোর মত এটার বিচারকার্যটা যেন বিচারহীনতায় পরিণত না হয়, এটা আমরা শক্তভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে তাকেও বলবো।’

অধ্যাপক আহমেদ বলেন, শিক্ষক সমিতি ফেডারেশন এই হত্যার ঘটনাটিকে রাজশাহীর স্থানীয় কোনো সমস্যা হিসেবে দেখছে না, বরং এ হত্যাকাণ্ডের ফলে সমস্ত শিক্ষকরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি বলেন, ‘এরকম চারটা ঘটনা হয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একটা ঘটনারও কিন্তু সুষ্ঠুভাবে বিচার আমরা দেখতে পাইনি। এখনতো কেউ তার চিন্তা-ভাবনা, মুক্তচিন্তা প্রকাশ করতে চাইলেই আড়ষ্ট হয়ে যাচ্ছে।’

‘বিশ্ববিদ্যালয়গুলো যদি মুক্তচিন্তার ক্ষেত্র না হয়, অন্য কোথায় হবে?’ প্রশ্ন করেন অধ্যাপক আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিরও সভাপতি এবং আওয়ামী লীগপন্থী নীল দলের একজন নেতা।

অধ্যাপক আহমেদ বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতিটাই আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে।’
০২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে