নিউজ ডেস্ক : ভয়াবহ এক অগ্নিকাণের ঘটনায় সীমাহীন ক্ষতির সম্মুখিন হয়েছেন কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের ব্যবসায়ীরা। রোববার সন্ধ্যায় লাগা আগুনে অন্তত ২ হাজার কোটি টাকার ক্ষতি সাধন হয় বলে দাবী করা হচ্ছে।
এদিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় সিটি কর্পোরেশনের উচ্ছেদ পক্রিয়ার কোন সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, কারওয়ান বাজার হাসিনা মার্কেটের অগ্নিকাণ্ড উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন,‘কারওয়ান বাজার হাসিনা মার্কেটের আগুন একটি দুর্ঘটনামাত্র। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা দুঃখজনক ঘটনা। তবে উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’। রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
মেয়র আনিসুল হক বলেন, “এখানে ১৮৬টি দোকান স্থায়ী বরাদ্দ ছিল। আরও কিছু অস্থায়ী বরাদ্দ ছিল। সব পুড়ে গেছে।”
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যা করা দরকার, সরকার তা করার চেষ্টা করবে।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন