নিউজ ডেস্ক : সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণা করা হয়েছে। আসন্ন রমজান মাসে এই নিয়মে সকল অফিসের কার্যক্রম চলবে।
সোমবার (২ মে) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের এ সময়সূচি নির্ধারণ করা হয়। তবে ব্যাংক বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করতে পারবেন।
মন্ত্রীসভায় আরো জানানো হয়েছে, রমজান মাসে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি রাখা হয়েছে হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন