সোমবার, ০২ মে, ২০১৬, ০৪:০১:১৮

খালেদা জিয়া এক নম্বর হুমকি : হাছান মাহমুদ

খালেদা জিয়া এক নম্বর হুমকি : হাছান মাহমুদ

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের জনগণের জন্য এক নম্বর হুমকি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিভিন্ন নামে গুপ্তহত্যা, খুন ও অপকর্মের প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে শত শত মানুষকে হত্যা করেছেন।  আবার অনেক মানুষকে আগুনে ঝলসে দিয়েছেন।  তার হাতে মানুষ পোড়ানোর গন্ধ রয়েছে।

তিনি বলেন, তার নেতৃত্বেই হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে, বায়তুল মোকাররম মসজিদে আগুন দেয়া হয়েছে এবং পবিত্র কোরআন শরিফ পোড়ানো হয়েছে।  তিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য এক নম্বর হুমকি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে দুর্নীতিতে পর পর ৫ বার চাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।  নিজেও এতিমের টাকা চুরি করার জন্য তার বিরুদ্ধে মামলা চলছে।  কথা-বার্তা সাবধানের সঙ্গে বলবেন।  নিজেদের দুর্নীতি ঢাকতে অন্যকে অপবাদ দেবেন না।

তিনি বলেন, দেশে কোনো হত্যাকাণ্ড ঘটলে, অন্য দেশ বিবৃতি দিলে খালেদা জিয়াও বিবৃতি দেন।  খালেদা জিয়া বলেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।  আমি বলি, পেট্রলবোমা বাহিনীর নেত্রী হরর মোভির নায়িকাকেও হার মানিয়ে দেশের মানুষের ওপর পেট্রলবোমা মেরেছেন।

হাছান মাহমুদ বলেন, পৃথিবীর উচ্চ জিডিপি অর্জনকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।  আমরা এ বছরে ৭ শতাংস প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব।

সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ব্যারিস্টার সৌরভ হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ।
২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে