ঢাকা : এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য সুখবর, ফল প্রকাশ হবে ১১ মে। সচিবলয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে ১৪ মার্চ শেষ হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, ফল প্রকাশের জন্য ১০ ও ১১ মে সম্ভাব্য দুটি তারিখ উল্লেখ করে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর সম্মতিতে ১১ মে ফল প্রকাশ করা হচ্ছে।
২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম