ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সাংবিধানিক রাজনীতি অনুপস্থিতির কারণে দেশে গুম-খুন বাড়ছে।
সোমবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নোমান বলেন, সরকার ফ্যাসিস্ট কায়দায় বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে বলেই মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান অস্বীকার করছে।
এসময় তিনি মে দিবসের অধিকার আদায়ের সংগ্রাম হিসেবে গ্রহণ করে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান।
বিএনপির এ নেতা বলেন, দেশে কোনো রাজনীতি নেই। জবরদখলকারী সরকার জনগণের ঘাড়ের ওপর চেপে বসেছে। জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের কাছে এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই।
তিনি বলেন, মে দিবস শুধুমাত্র কোওেনা দিবস নয়, এটি অধিকার আদায়ের সংগ্রাম। এ দিবস থেকেই শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। এটিই মে দিবসের শিক্ষা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বি, মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।
২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম