সোমবার, ০২ মে, ২০১৬, ০৭:২০:১৪

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেয়া রায় অবৈধ : খন্দকার মাহবুব

 তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেয়া রায় অবৈধ : খন্দকার মাহবুব

ঢাকা : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান-সংক্রান্ত সংবিধানের ১৩তম (ত্রয়োদশ সংশোধনী) বাতিল সংক্রান্ত মামলা পুনঃরায় শুনানির আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

২ মে সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, অবসরের পর সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন ও আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর ১৬৮ মামলা পুনঃশুনানি করা হচ্ছে।  ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়টিও ১৬ মাস পর স্বাক্ষর হয়েছিল।  সে কারণে ওই মামলাটিরও পুনঃশুনানির দাবি করেন খন্দকার মাহবুব হোসেন।

খন্দকার মাহবুব বলেন, ‌‘অবসরের পর রায় লেখা অবৈধ’ দেশের সর্বোচ্চ আদালতের যদি এ সিদ্ধান্ত হয় তবে একইভাবে তত্ত্বাবধায়ক সরকার রায়ও পুনঃশুনানি করতে হবে।  তত্ত্বাবধায়ক সরকার বৈধ বলে হাইকোর্টের স্পেশাল বেঞ্চ রায় দিয়েছিল।  

তিনি বলেন, সেই রায়টি খায়রুল হক সাহেবের নেতৃত্বে আপিল বিভাগের নয়জন বিচারক অবৈধ ঘোষণা করেন।  রায়ে বলা হলো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সুতরাং এটি অবৈধ।

এ রায়ের ব্যাপারে সিনিয়র এই আইনজীবী বলেন, ‘এই রায়টি তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব অবসরের ১৬ মাস পর স্বাক্ষর করেন। একজন আইনজীবী হিসেবে আমরা আগেও বলেছি, অবসরে যাওয়ার পর খায়রুল হক সাহেব যে রায় স্বাক্ষর করেছেন সেটি অবৈধ।  

তিনি বলেন, আমরা আশা করছি প্রধান বিচারপতি এ ব্যাপারে সুস্পষ্ট মতামত দেবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দেয়া হয়েছিল, সেটা অবৈধ রায়।  এ মামলাটিও পুনঃশুনানি করা উচিত।

খন্দকার মাহবুব বলেন, অবসরে যাওয়া বিচারপতিরা শপথের মধ্যে থাকেন না।  অবসরে যাওয়ার পর রায় লেখা হয়েছে এ কারণে ১৬৮ মামলা পুনঃশুনানি হবে।

তিনি বলেন, যেহেতু সংবিধানের আলোকে অবসরের পর বিচারপতির শপথ বহাল থাকে না ও তিনি সাধারণ নাগরিকের মতো হয়ে যান, তাই তাদের রায় অবৈধ।  

২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে