নিউজ ডেস্ক : বিদেশে টাকা পাচার কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশির নাম পানামা পেপারসের নথিপত্রে ফাঁস হয়েছে তাদের ১১ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তাফা কামাল জানিয়েছেন, এই ১১ জনের মধ্যে দুজনের ঠিকানায় নোটিস যায়নি।
বাকি ৯ জনের মধ্যে তিনজনকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ৬ জনকে দু-এক সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে।
এই ব্যক্তিদের নাম পরিচয় দিতে অস্বীকার করেন দুদক সচিব।
তিনি জানান, পানামা পেপারসের সূত্র ধরে সংবাদপত্রে প্রকাশিত খবরা-খবর আমলে নিয়ে এই উদ্যোগ নেয়া হয়েছে।
দুদক সচিব বলেন, অভিযোগগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। সেজন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়েছে। কোনো পরিচালক সাধারণত এ ধরনের অনুসন্ধানে যুক্ত হন না।
মোস্তাফা কামাল জানান, অনুসন্ধান প্রয়োজনে বিদেশেও হতে পারে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। তারপর আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।
বিদেশে অর্থ পাচারের এসব দলিল পানামা পেপারস ফাঁস করায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সূত্র : বিবিসি
২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম