মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ১০:৪৩:২০

বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুই কৃষকের মৃত্যু

বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুই কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক : ব্রাহ্মনবাড়িয়া বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এঘটনাটি ঘটে নাসিরনগরের ফান্দাউক ইউনিয়নের আতকুরা ও চাপলপাড় ইউনিয়নের ঘুজিখাইল এলাকায়।

নিহতরা হলেন- উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতকুড়া গ্রামের হাজ্বী শাহেদ মিয়ার ছেলে নূরুদ্দিন (২২) ও চাপলপাড় ইউনিয়নের ঘুজিখাইল গ্রামের নূর হোসেন মিয়ার ছেলে রতন মিয়া (৩০)।

এলাকাবাসী জানায়, বাড়ির পাশের জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান নূরুদ্দিন। অপরদিকে রতন মিয়াও পাশের এলাকার আয়নার গোপ মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের বজ্রপাতে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে