মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০৬:২৭:২২

সরকারের অপকর্মের দুর্গন্ধে বিশ্ববাসীর নাকে রুমাল : গয়েশ্বর

সরকারের অপকর্মের দুর্গন্ধে বিশ্ববাসীর নাকে রুমাল : গয়েশ্বর

ঢাকা : ক্ষমতাসীন অবৈধ সরকারের অপকর্মের দুর্গন্ধ শুধু দেশের ৫৬ হাজার বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে বিশ্বব্যাপী বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, যার কারণে বিশ্ববাসীও এ দুর্গন্ধের হাত থেকে রক্ষার পাওয়ার জন্য নাকে রুমাল দিয়ে হাঁটছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের অপকর্মের কথা বলে শেষ করা যাবে না।  আইনশৃঙ্খলা বাহিনী আর চাপাবাজি দিয়ে অপকর্ম ধামাচাপা দেয়ার যতই চেষ্টা করুক না কেন, অপকর্মের দুর্গন্ধ শুধু দেশের ৫৬ হাজার বর্গমাইলে সীমাবদ্ধ নেই, বিশ্ববাসীকেও নাকে রুমাল দিয়ে হাঁটতে হচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে নাসির উদ্দিন পিন্টুর মতো আমরা সবাই প্রতিবাদ করলে এ সরকার পালাতে বাধ্য।  সেটি করতে না পারলে তারা আমাদের কাউকেই বাঁচতে দেবে না।

বর্তমান সরকারকে বনের বাঘে তাড়া না করলেও মনের বাঘে তাড়া করছে বলেও মন্তব্য করেন তিনি।

টাকা চুরি করেছি প্রমাণ দিতে পারলে সমস্ত টাকা এতিমদের দিয়ে দেয়া হবে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ধরতে পারলে এতিমদের দেবেন আর না ধরতে পারলে টাকা কি আপনার হয়ে যাবে?

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের আসল নায়করা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।  নেপথ্যের নায়করা যেদিন বেরিয়ে আসবে সেদিন নাসির উদ্দিন পিন্টু নির্দোষ প্রমাণিত হবেন।  এ সরকারকে তখন আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজীব হাসান রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসের আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমউতউল্লাহ, নাসির উদ্দীন আহমেদ পিন্টুর সহ-ধর্মিনী নাসিমা আক্তার কল্পনা, জিয়া নাগরিক ফোরাম জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে