ঢাকা : আগামী এক সপ্তাহের মধ্যে ময়লার ঝুড়ি বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, যারা ঝুড়িতে ময়লা না ফেলবে তাদের আর্থিক জরিমানা করা হবে।
মঙ্গলবার সকালে পুরান ঢাকায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এরই মধ্যে বিভিন্ন জায়গায় ময়লার ঝুড়ি বসানো হয়েছে। বাকি জায়গাগুলোতেও আগামী এক সপ্তাহের মধ্যে ময়লার ঝুড়ি বসানো সম্পন্ন হবে। যদি কেউ ময়লার ঝুড়িতে ময়লা না ফেলেন তাকে আর্থিক জরিমানা করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীসহ অনেকেই।
তারা নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রত্যেক নাগরিকের প্রতি আহবান জানিয়েছেন।
দক্ষিণ ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মেয়র সাঈদ খোকন। তিনি পর্যায়ক্রমে নগরীর অন্যান্য সমস্যাগুলোরও সমাধান করা হবে বলে জানান মেয়র।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম