মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০৮:১০:০৯

আরেক দায়িত্ব হারালেন সৈয়দ আশরাফ

আরেক দায়িত্ব হারালেন সৈয়দ আশরাফ

ঢাকা : আরেক দায়িত্ব হারালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।  সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে।

ওই দায়িত্ব আইনমন্ত্রী আনিসুল হককে দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন হয়েছে বলে মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।

তবে কী কারণে সেই দায়িত্ব থেকে তাকে আকস্মিক  সরিয়ে দেয়া হলো সে বিষয়ে কিছু জানা যায়নি।
মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রতিরক্ষা কর্মবিভাগ সংক্রান্ত দুটি বিল পাসের প্রস্তাব করার কথা ছিল সৈয়দ আশরাফের।  ছাপানো কার্যসূচিতেও তা লেখা ছিল।

তার জায়গায় আনিসুল হক বিল দুটি তোলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বিল পাসের প্রস্তাবের জন্য আইনমন্ত্রীকে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আহ্বান জানান।

সৈয়দ আশরাফ দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।  গত চার বছর পর সেই দায়িত্ব এবার হারালেন তিনি।

প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই।  সৈয়দ আশরাফকে

গত বছর আকস্মিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দিলে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।  তবে্ এক সপ্তাহের মধ্যে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে