বুধবার, ০৪ মে, ২০১৬, ০৯:৪৬:১০

মার্কিন মন্ত্রী ঢাকায় আসছেন আজ, এজেন্ডা কি?

মার্কিন মন্ত্রী ঢাকায় আসছেন আজ, এজেন্ডা কি?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে ঢাকা আসছেন আজ বুধবার। সফরকালে তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশে সম্প্রতি টার্গেট কিলিং বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২৯ এপ্রিল টেলিফোনে কথা বলেন। তারই ফলোআপ হিসেবে নিশা দেশাইয়ের বাংলাদেশ সফর ঠিক করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা সফরকালে বিসওয়াল সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দু’পক্ষের যেসব উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন। তিনি স্থানীয় মানবাধিকার সংস্থা এবং সুশীল সমাজের সঙ্গেও আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের সঙ্গে টাউন হল বৈঠক করবেন।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় কেরি সম্প্রতি কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যা নিয়ে উদ্বেগ জানান। হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে পদক্ষেপ নেয়ারও অনুরোধ জানান তিনি। তখনই কেরি বিসওয়ালের ঢাকা সফরের বিষয়টি জানিয়েছিলেন। তবে দিন-তারিখ বলেননি তিনি।

২০১৩ সালের শেষে বাংলাদেশের রাজনৈতিক অরাজকতার সময় ঢাকা সফরে আসেন নিশা দেশাই। তিন দিনের ওই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি আরও কয়েকবার ঢাকায় এসেছেন।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে