বুধবার, ০৪ মে, ২০১৬, ১০:০৪:২০

বাংলাদেশ দূতাবাসে সেবা পাচ্ছেন না? যা করতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ দূতাবাসে সেবা পাচ্ছেন না? যা করতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : বিদেশে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে ফোন করলে ধরেন না অথবা সেবা খিট মতো পান না বলে অনেকেই অভিযোগ করে থাকেন। যদি আপনি সেবা থেকে বঞ্চত হন, তা হলে কি করবেন? বিষয়টি ইমেইল বা ফেসবুক ইনবক্সে জানানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিদেশে বাংলাদেশের কোনো অ্যাম্ব্যাসি বা হাইকমিশনে অফিস সময়ের মধ্যে ফোন করে পাননি বা কাঙ্ক্ষিত সেবা পাননি- এ ধরনের সুনির্দিষ্ট (তারিখ, সেবার ধরন ও সম্ভব হলে যে ব্যক্তির সাথে আপনার কথা হয়েছে তা সহ) অভিযোগ থাকলে তা আমাকে [email protected]তে ইমেইল করে বা ইনবক্স করে দয়া করে জানান।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে