নিউজ ডেস্ক : ছাত্রীদের (----) হয়রানির অভিযোগে রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট এলাকার নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান, গভীর রাতে তাকে নিজ ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে (----) হয়রানির প্রতিবাদে ওই শিক্ষকের বিরুদ্ধে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে এইউএসটি'র শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে তাৎক্ষণিক বৈঠকে অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস