নিউজ ডেস্ক : রাজধানীর ফার্মগেটের আমবাগান বস্তিতে আগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ওই বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, আগুনে বস্তির অর্ধশতাধিক ঘর পুড়েছে। যাদের ঘর পুড়েছে, তাদের পুনর্বাসন করা হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা এবং খাবারের ব্যবস্থা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ৩০ থেকে ৩৫ বছর ধরে বসবাস করছেন। তাদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে পুনর্বাসন পর্যন্ত যা যা প্রয়োজন করা হবে। তবে ধৈর্য ধরতে হবে।’ ফায়ার সার্ভিস কর্মকর্তাদের এ অগ্নিকাণ্ডের কারণ তদন্তের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস