বুধবার, ০৪ মে, ২০১৬, ১২:৩১:০৭

নিউইয়র্কে বৈঠকে বসছেন গভর্নর

নিউইয়র্কে বৈঠকে বসছেন গভর্নর

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রধান ও সুইফটের এক উর্দ্ধতন কর্মকর্তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। নিউইয়র্ক ফেডারেল ব্যাংক থেকে চুরি হওয়া বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা ফেরৎ আনার ব্যাপারে আলোচনাই এই সাক্ষাতের উদ্দেশ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের দু’জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে রিজার্ভের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় নিউইয়র্ক ফেডারেল ব্যাংক ও সুইফট উভয়েরই কিছুটা দায়বদ্ধতা আছে বলে বাংলাদেশ ব্যাংক মনে করে।

ওই দুই কর্মকর্তা আরো জানান, চলতি মাসের ১০ তারিখে সুইজারল্যান্ডের বাসেলে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির, নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট উইলিয়াম ডুডলি এবং সুইফটের একজন প্রতিনিধি বৈঠকে মিলিত হবেন। সুইফটের প্রতিনিধির নাম এখনো প্রকাশ করা হয়নি।

তবে নিউইয়র্ক ফেড ও সুইফটের মুখপাত্র এই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘নিউইয়র্ক ফেডকে অবশ্যই এই চুরির কিছুটা দায় নিতে হবে। ৩৫ টি লেনদেনের মধ্যে ৩০ টি আটকে দিতে পারলে কেন বাকিগুলো আটকে দিতে পারলো না তারা?’

ওই কর্মকর্তা জানান, ‘সুইফটেরও দায়বদ্ধতা আছে। তাদের সফটওয়্যারে এটাই প্রথম হামলা নয়। সম্প্রতি তারা প্রকাশ করেছে এর আগেও তাদের সফটওয়্যারে সাইবার হামলা চালানো হয়েছে।’

গত সপ্তাহে সুইফট স্বীকার করেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হাতিয়ে নেয়ার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধীরা সুইফট সফটওয়্যারে বেশকিছু হামলা চালিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অপর কর্মকর্তা জানিয়েছেন, বাসেলের ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেনেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংক অর্থ উদ্ধারের ঘটনায় ইউরোপ বা আমেরিকার কোনো আইনি প্রতিষ্ঠানের দ্বারস্থ হবে কি না তা নিশ্চিত করে জানাতে পারেননি ওই দুই কর্মকর্তা। ওই বৈঠকে গভর্নর ফজলে কবিরের সাথে অ্যাকাউন্টস ও বাজেটিং ডিপার্টমেন্টের একজন কর্মকর্তাও থাকবেন বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে