বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৯:৩২

ঢাকা-আরিচা মহাসড়কে চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঢাকা-আরিচা মহাসড়কে চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

নিউজ ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে মানিকগঞ্জের তরা পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।  ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা থেকে চরম ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখো মানুষ।

মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে বসেছে গরুর হাট।  গরু কিনে ফেরা মানুষের কারণে সড়ক পথে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে যাত্রী ও যানবাহন চালকরা জানিয়েছেন।

গাবতলী থেকে সহজে বের হতে পারছে না কোনো গাড়ি।  এতে শ্যামলী ও কল্যাণপুরেও যানজট সৃষ্টি হয়েছে।  গুলিস্তান থেকে মহাখালী ও ফার্মগেট থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত রয়েছে যানবাহনের তীব্র চাপ।

কচ্ছপ গতিতে চলছে সব ধরনের যানবাহন।  সড়কের পাশে গরুর হাট বসায় হেমায়েতপুর, সাভার, নবীনগর, ধামরাই ও মানিকগঞ্জের তরা সেতু পর্যন্ত আটকা পড়েছে যানবাহন।

এ কারণে গাবতলী থেকে নির্ধারিত সময়ের আড়াই থেকে তিন ঘণ্টা পরে ছেড়ে যাচ্ছে প্রতিটি গাড়ি।  যানজটের কারণে আমিন বাজার ব্রিজ পার হয়ে হাঁটা শুরু করেছেন অনেকেই।

এদিকে যানজটের কারণে ঘরমুখো মানুষদের নিয়ে নির্ধারিত সময়ে কোনো গাড়িই ছাড়তে পারছে না।  ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে