নিউজ ডেস্ক : প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্টিকার বাদে ব্যক্তিগত গাড়িতে আলগা কোনো স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে গাড়িতে কাগজে সাঁটানো পুলিশ, সাংবাদিক, আইনজীবী লেখা স্টিকার লাগানো যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বুধবার সকালে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, অপরাধীরা সংবাদপত্রের, পুলিশের এবং অ্যাডভোকেটের আলগা স্টিকার ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন। ব্যক্তিগত গাড়িতে এ ধরণের আলগা স্টিকার ব্যবহার করা যাবেনা। যারা প্রকৃত সাংবাদিক তাদের প্রতিষ্ঠানের লোগোযুক্ত-স্টিকার ব্যবহার করতে হবে। অন্যান্যদের ক্ষেত্রেও একই নিয়ম। এছাড়া রাজধানী ঢাকায় গাড়িতে বেআইনিভাবে হাইড্রোলিক হর্ন যারা ব্যবহার করছেন তাদের সেটি খুলে ফেলতে হবে। নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি তিনি।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস