নিউজ ডেস্ক : সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপদেষ্টা ড. ওসমান ফারুকের নামে একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক মিয়া।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রস্তুতির তথ্য জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সানাউল হক বলেন, একাত্তরে সংঘটিত মানবাতবিরোধী অপরাধের তদন্ত করতে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ১১ জন প্রফেসরের নাম পাওয়া গেছে। যারা স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড করেছেন। তাদের মধ্যে ড. ওসমান ফারুকের নাম রয়েছে। তখন তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির এমপি এম এ হান্নানের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানান সানাউল হক মিয়া। এছাড়া ড. ওসমান ফারুকসহ এমন আরো অনেক চমক সামনে রয়েছে বলেও সাংবাদিকদের জানান এ তদন্ত কর্মকর্তা।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস