বুধবার, ০৪ মে, ২০১৬, ০৩:০৪:২১

উল্টো পথে গাড়ি চলাচলের বিরুদ্ধে হাইকোর্টের রুল

উল্টো পথে গাড়ি চলাচলের বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক : ঢাকা মহানগরীরতে উল্টো পথে যান চলাচল বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

গত ১৭ মার্চ একটি ইংরেজি দৈনিকে সড়কে উল্টোপথে গাড়ি চলাচলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যখন যানজটের সৃষ্টি হয় কিংবা সিগন্যাল পড়ে তখনই ভিআইপি ব্যক্তিরা বিশেষ করে মন্ত্রী, এমপি, ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উল্টো পথে গাড়ি নিয়ে চলে যান।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসও উল্টো পথে চলাচল করে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসব যানবাহন প্রচলিত ট্রাফিক আইনকে তোয়াক্কা করে না।

এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মোহম্মদ আলী। আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে