নিউজ ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ১৬৮টি মামলার পুনঃশুনানি হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এক মাসের মধ্যে এসব মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চ এ সিদ্ধান্তের কথা জানায়।
প্রধান বিচারপতি বলেন, ‘মামলাগুলোর অনেক যাচাই-বাছাই করেছি। অনেক দূর জল গড়িয়েছে। কেউ কেউ মারা গেছেন। চার-পাঁচ বছরের মামলাও আছে। দু’চারটির পুনঃশুনানি করতে পারি। তবে কথা দিচ্ছি, একমাসের মধ্যে সবগুলোর পূর্ণাঙ্গ রায় দিয়ে দেব।’
এই ১৬৮টি মামলার রায় ও আদেশের মধ্যে ১৬১টি লেখার দায়িত্বে ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং সাতটির দায়িত্বে ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, ১৬৮টির মধ্যে ১০৭টি মামলা শুনানির জন্য রাখা হয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে। বাকি ৬১টি মামলা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ২ নম্বর বেঞ্চে। এসব মামলার বেশির ভাগ আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল)।
তবে বিচারপতি মোজাম্মেল ও বিচারপতি মানিক এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম