নিউজ ডেস্ক : আজ সেই ৫ মে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের তিন বছর পূর্তি হচ্ছে। ২০১৩ সালের ৫ মে ব্লগার ইস্যুসহ ১৩ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন এবং পরবর্তীতে মতিঝিল শাপলা চত্বরে জমায়েত হয় অরাজনৈতিক ইসলামপন্থী সংগঠন হেফাজতে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক।
সেদিন রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় জনেস্রাত তৈরি হয়েছিল। শাপলা চত্বরে যাওয়ার পথে পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম এলাকায় পুলিশ ও সরকার সমর্থকদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়।এসময় শতাধিক দোকানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। দিনের বেলায় ওই সংঘর্ষে অন্তত: ১১ জন নিহত হয়।
পরে গভীর রাতে পুলিশ, র্যা ব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্যের সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরানো হয়। তবে রাতের অভিযানে কত লোক নিহত হয় তা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। রাতের অভিযানে কোনো লোক হতাহত হয়নি বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও ওই সময় হেফাজতের পক্ষ থেকে প্রাথমিকভাবে আড়াই হাজার লোক নিহত হবার দাবি করা হয়।
ওই সময় ১৮ দলীয় বিরোধী জোট ও বিএনপির পক্ষ থেকেও গভীর রাতের অভিযানে বহু হতাহতের কথা বলা হয়েছিল। অবশ্য ওই সময় হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ৬১ জন নিহত হওয়ার দাবি করেছিল মানবাধিকার সংগঠন অধিকার। তবে তিন বছর পরও সেই বিতর্কের অবসান হয়নি।
এদিকে আজ এই ঘটনার তিন বছর অতিবাহিত হলেও সংগঠনটির পক্ষ থেকে বড় ধরনের কোনো কর্মসূচি নেই। হতাহতদের স্মরণ করে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায়, রাজধানীতে ঢাকা মহানগর হেফাজতের উদ্যোগে এবং লালবাগকেন্দ্রিক হেফাজত নেতারা শুধু দোয়া দিবস পালনের মধ্য দিয়ে ওই ঘটনার প্রতিবাদ জানাবেন।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম