ঢাকা : ফের হরতালের ডাক দেয়া হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গন ঠাণ্ডা ছিল বেশ কয়েক মাস।
আবার সরগরম হয়ে উঠেছে রাজপথ। হরতালের মত কঠিন কর্মসূচির ডাক দিয়েছে একটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার আদালতের শুনানী শেষে জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখে আদালত।
এই ঘোষণার পরে জামায়াতে ইসলামী সারাদেশে হরতালের ডাক দিয়েছে। আগমী ৮ মে সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে দলটি।
একই সাথে দেশবাসীকে এই হরতালে সাড়া দেয়ার আহবান জানিয়েছে দলটি। নিজামীর বিপক্ষে দেয়া রায় প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে এই হরতাল কমসূচির ঘোষণা দেয় দলটি।
৫ মে ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর