বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০১:২৬:০৭

নিজামীর ফাঁসি বহাল থাকায় আমরা আনন্দিত : অ্যাটর্নি জেনারেল

 নিজামীর ফাঁসি বহাল থাকায় আমরা আনন্দিত : অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় জাতি ন্যায়বিচার পেয়েছে। নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
 
বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেয়র পর নিজ কার্যালয়ে তিনি ওই কথা বলেন।
 
মাহবুবে আলম বলেন, মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশন খারিজ হওয়ায় আমরা আনন্দিত। আমাদের বিশেষ প্রত্যাশা ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা নিজামী মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। কারণ নিজমীর প্ররোচনা, উস্কানি ও নির্দেশনায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের দায়ে দেশের সর্বোচ্চ আদালত তার দণ্ড বহাল রেখেছে। এতে দেশের জনগণ এবং নিহতের স্বজনরা ন্যায়বিচার বিচার পেল।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে