বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০১:৪৮:২০

সরকারের নির্দেশে নিজামীর ফাঁসির রায় কার্যকর : মাহবুবে আলম

সরকারের নির্দেশে নিজামীর ফাঁসির রায় কার্যকর : মাহবুবে আলম

নিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সরকারের  নির্দেশনার আলোকে মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করবে জেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নিজামীর রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
মাহবুবে আলম বলেন, রিভিউ পিটিশনের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি যখন জেল কর্তৃপক্ষের কাছে যাবে তখনই তারা এবিষয়ে সিদ্ধান্ত নেবে। কারণ এর আগে যেসব যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর করা হয়েছে সেক্ষেত্রে রিভিউ পিটিশনের পূর্ণাঙ্গ রায় প্রয়োজন হয়েছিল।
 
তিনি বলেন, নিজামীর রিভিউ পিটিশন খারিজের আদেশের বিষয়টি জেল কর্তৃপক্ষ যখন আনুষ্ঠানিকভাবে জানবে তখন তারা নিজামীকে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে তার মতামত জানতে চাইবেন। যদি তিনি প্রাণভিক্ষা না চান তাহলে সরকার যখন দিন তারিখ ঠিক করে দেবে তখন দণ্ড কার্যকর করা হবে।-ইত্তেফাক
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে