নিউজ ডেস্ক : আইনি লড়াইয়ের শেষ ধাপেও হেরে যাওয়ায় এখন একটি মাত্র সুযোগ সামনে রয়েছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর সামনে। আর তা হলো- রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। এটি চাইবেন কি-না, সেটি সম্পূর্ণ নিজামী ও তার পরিবার নেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকার পর আসামিপক্ষের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বরাত দিয়ে এসব কথা বলেন আরেক আইনজীবী এস এম শাহজাহান।
বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়ে তার মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সর্বোচ্চ আদালতের সর্বশেষ ধাপের রায় দেওয়ার সময় আদালতে ছিলেন না মাওলানা নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। ছিলেন এস এম শাহজাহান। তিনিই রায়ের পরে প্রধান আইজীবীর পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বরাত দিয়ে এই আইনজীবী বলেন, ‘আমরা আমাদের আইনি লড়াই শেষ করেছি। এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন মতিউর রহমান নিজামী। তবে তিনি সেটা চাইবেন কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন নিজেই অথবা তার পরিবার।’
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম