নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃতুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারে ‘দীর্ঘসূত্রতায়’ যে হতাশা দেখা দিয়েছিল তা এই রায়ে দূর হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের এই রায় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা তার।
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজ করার পর শাহবাগে আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চ। জাতীয় জাদুঘরে সামনে মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, নিজামীর রিভিউ খারিজে সর্বোচ্চ দণ্ড বহাল রাখার মধ্য দিয়ে তার আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন হল। আমি মনে করি, বাংলাদেশের জনগণের বড় বিজয় হল। দেশের মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে এই কুখ্যাত যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ সাজার জন্য।
তিনি আরো বলেন, এই নিজামী স্বাধীনতা পরবর্তী সময়ে তার গাড়িতে জাতীয় পতাকা উঠানোর ধৃষ্টতা প্রদর্শন করেছিল। তাই এই রায়ের মধ্য দিয়ে এটি প্রমাণিত হল- যুদ্ধাপরাধী যত বড়ই ক্ষমতাধর হোক না কেন তাকে বিচারের আওতায় আসতেই হবে, প্রাপ্য শাস্তি ভোগ করতেই হবে।
ইমরান বলেন, আমি মনে করছি, এই রিভিউ খারিজের মধ্য দিয়ে সারা দেশের মানুষের স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘসূত্রতার কারণে জনগণের মনে যে হতাশা ছিল, যে প্রশ্ন ছিল সেটি আজ দূর হয়েছে।”
দণ্ড কার্যকরে আর কোনো আইনগত বাধা না থাকায় সরকার সম্ভাব্য দ্রুত সময়ে তা কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন ইমরান।
তিনি বলেন, নিজামীর সর্বোচ্চ শাস্তির রায় বহালের মধ্য দিয়ে জামায়াত নিষিদ্ধের পথ আরও সুগম হল। যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে বাকি সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে হবে। যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করে মুক্তিযুদ্ধের চেতনার আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে মনোযোগী হতে হবে।’
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম