ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তুরিন আফরোজ বলেছেন, আলবদর নেতা নিজামী সাহেব জাতিকে মেধাশূন্য করতেই কৌশল এঁটেছিলেন। দীর্ঘদিন পর তার ফাঁসির রায়ে আজ জাতি কলঙ্কমুক্ত হলো।
বৃহস্পতিবার সকালে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
তুরিন আফরোজ বলেন, নিজামী আলবদর বাহিনীর নেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন। এ দেশকে নেতৃত্ব ও মেধাশূন্য করতেই তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন। একই অপরাধে মুজাহিদের ফাঁসি হয়েছে।
এ রায়ের মাধ্যমে আদালত যেমন নিরপেক্ষতার প্রমাণ করেছে তেমনি বিচারহীনতার সংস্কৃতির বাইরে মানুষের মধ্যে বিচার নিয়ে আস্থা ফিরে আসবে বলেও মন্তব্য করেন এ আইনজীবী।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম