নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানি শেষে নাকচ করে দেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। একথা জানিয়েছেন শফিক রেহমানের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ।
দুই দফায় ১০ দিন রিমান্ড শেষে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন যায়যায়দিন-এর সাবেক সম্পাদক শফিক রেহমান। আদালতে শুনানিতে শফিক রেহমানের আইনজীবী বলেন, তিনি প্রবীণ, আধুনিক ও সৃজনশীল সাংবাদিক। তিনি দৈনিক যায়যায়দিনের সাবেক সম্পাদক। তিনি অশীতিপর বয়স্ক মানুষ।
তিনি বলেন, আইনে নারী, শিশু ও বৃদ্ধদের জামিনের বিশেষ সুযোগের কথা বলা আছে। জামিন পেলে তিনি পলাতক হবেন না, পালিয়ে যাওযার লোক তিনি নন। তিনি হত্যার ষড়যন্ত্রের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, তার সাংস্কৃতিক মান হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জামিনের বিরোধিতা করে পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আমিনুল ইসলাম বলেন, “মামলাটি সাম্প্রতিক। আর আসামির হাজতবাস দীর্ঘ নয়। মামলার তদন্ত হচ্ছে এবং অভিযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে তার জামিনের বিরোধিতা করছি।
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের তথ্য পেতে এক এফবিআই সদস্যকে ঘুষ দেওয়ায় যুক্তরাষ্ট্রে এক বিএনপির নেতার ছেলের কারাদণ্ডের ঘটনায় ২০১৫ সালে একটি মামলা দায়ের করেছিল পুলিশ।
ওই মামলায় গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম