ঢাকা : বৃহস্পতিবার সকালে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য তিন বিচারপতি হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় জামায়াত আমির মতিউর রহমান নিজামীর আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের কার্যতালিকায় নিজামীর রিভিউ আবেদনটি ১ নম্বরে ছিল।
এটি ছিল যুদ্ধাপরাধী নিজামীর শেষ আইনি সুযোগ। ফাঁসির দড়ি থেকে কেবল একধাপ দূরে নিজামী। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে তার। প্রাণভিক্ষা না চাইলে সরকারের নির্দেশ অনুযায়ী কারাকর্তৃপক্ষ যেকোনো সময় তার ফাঁসি কার্যকর করবেন।
নিয়ম অনুযায়ী, রিভিউ নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যায় না। রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারাকর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।
এর আগে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের রিভিউ আবেদন একদিনের মধ্যে শুনানি শেষে খারিজ হয়ে গিয়েছিল। তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাননি বলে তাদের ফাঁসিতে ঝোলানো হয়।
এরপর যুদ্ধাপরাধের দায়ে গতবছর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা প্রাণভিক্ষার আবেদন করলেও রাষ্ট্রপতি তা নাকচ করে দেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
গত ৬ জানুয়ারি বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উস্কানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে দোষী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
যুদ্ধাপরাধ ট্রাইব্যনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল আংশিক মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়।
বুদ্ধিজীবী নিধনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১।
এদিকে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নিজামীর দণ্ড কার্যুকর করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ট্রাব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
তারা বলেন, এখন নিজামীর প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে। প্রাণভিক্ষা না চাইলে রায় দ্রুত কার্যকর করা হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নিজামীর রিভিউ খারিজ হওয়ার পর মাহবুবে আলম সাংবাদিকদের জানান, নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ের কপি কারাগারে পৌঁছলে ফাঁসি কার্যাকরের পরবর্তী প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।
তিনি বলেন, আশা করছি দ্রুত নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় বের হবে। নিজামী যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান তাহলে তাকে এ সুযোগ দেয়া হবে। প্রাণ ভিক্ষা না চাইলে রায় দ্রুত কার্যকর করা হবে।
ব্যারিস্টার তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় নিজামীর রায় কার্যকর করা হবে। মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনটি খারিজ করেছে আদালত। এখন আমাদের অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, রিভিউ পূর্ণাঙ্গ প্রকাশের পর মতিউর রহমান নিজামীর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার আইনি সুযোগ রয়েছে। যদি তিনি প্রাণভিক্ষা না চান তবে যেকোনো সময় তার ফাঁসির রায় কার্যকর করা হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, মতিউর রহমান নিজামী ১৯৭১ সালে আলবদর বাহিনীর প্রধান ছিলেন। তার মৃত্যুদণ্ড কার্যীকরের মধ্যদিয়ে বুদ্ধিজীবী হত্যার বিচার করা হবে। জাতি এ রায়ে খুশি ও আনন্দিত।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম