বৃহস্পতিবার, ০৫ মে, ২০১৬, ০৮:৩২:০৭

পেছালো এইচএসসি পরীক্ষা

পেছালো এইচএসসি পরীক্ষা

ঢাকা : জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা।  আগামী ৮ মে রোববারের পরীক্ষা পিছিয়েছে সরকার।

৮ বোর্ডের অধীনে এইচএসসির ৮ মে’র পরীক্ষাগুলো আগামী ৯ মে সোমবার একই সময়ে অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান জানিয়েছেন।

মাদরাসা বোর্ডের অধীনে আলীমের ৮ মে’র পরীক্ষাগুলো আগামী ২২ মে নেয়া হবে বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্লাহ।

৮ মে এইচএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য দ্বিতীয় পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য দ্বিতীয়পত্র, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল।

আলিমে রসায়ন প্রথমপত্র (তত্ত্বীয়), অর্থনীতি প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), উচ্চতর ইংরেজি প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), উর্দু প্রথমপত্র (অতিরিক্ত বিষয়) এবং ফার্সি পরীক্ষা ছিল।

এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় ব্যবসায় গণিত ও পরিসংখ্যান (নতুন সিলেবাস) এবং ব্যবসায় গণিত ও পরিসংখ্যান (পুরাতন সিলেবাস) পরীক্ষা ছিল।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে