ঢাকা : বৃহস্পতিবার রাজধানীর বনানীর কার্যালয়ে বক্তব্য শেষে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ যখন চলে যাচ্ছিলেন তখন এরশাদ তার হাত ধরে টান দেন।
বললেন, যেও না তুমি, তোমায় নিয়ে কবিতা লিখেছি শুনে যাও।
আলোর মৌমাছি কবিতা শুনিয়ে তখন এরশাদ বললেন, রওশন আমার আলোর মৌমাছি।
এ সময় রওশন এরশাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্ন ভঙ্গ কবিতা পাঠ করে এরশাদকে শোনান।
এসময় নেতাকর্মীরা তুমুল করতালির মধ্যদিয়ে এরশাদ ও রওশন এরশাদকে অভিনন্দিত করেন।
৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম