বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৭:২৪

ঈদের জামাত কখন ও কোথায়

ঈদের জামাত কখন ও কোথায়

ঢাকা : এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় জামাত শুরু হবে। মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, কূটনৈতিকসহ সর্বস্তরের জনগণ এখানে ঈদের নামাজ আদায় করবেন। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।
 
আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহ ময়দানের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। অত্যাধুনিক পানি নিষ্কাষণ ব্যবস্থা থাকায় জামাত বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ১০ হাজার মহিলাসহ এক লাখ ২৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
 
বুধবার বিকেলে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ঈদগাহ পরিদর্শন করে এ কথা জানান।
 
ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়। এর পরের জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায়।
 
ঢাকার দুই  সিটি করপোরেশনের ৯৩ ওয়ার্ডের প্রতিটিতে ৪টি করে ৩৭২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হল মাঠে ঈদ  জামাত অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ পড়বেন মুসল্লিরা। বুয়েট মাঠে সকাল পৌনে ৭টায় ঈদ জামাত শুরু হবে।
 
খিলক্ষেত কুর্মিটোল হাই স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ৭টা ও ৭টা ৪৫ মিনিটে ২টি জামাত অনুষ্ঠিত হবে।  মহাখালীর গাউছুল আযম বড় পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.) কমপ্লেক্সে সকাল ৭টা, ৮টা, ৯টা ও  ১০টায় ৪টি জামাত অনুষ্ঠিত হবে। গুলশান আযাদ মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টা,  উত্তরা ৩ নম্বর সেক্টর মসজিদ আল মাগফেরাতে সকাল ৭টা এও ৮টা, হাজারীবাগ পার্ক মাঠ সকাল ৭টা ও সকাল ৮টা, কাটাবনে মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ সকাল ৮টা ও  ৯টা, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব মরিয়ম বিবি শাহী মসজিদে সকাল ৭টা এবং ৮টা, হাজারিবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির মাঠে সকাল ৮টা,  মিরপুর ১২ নম্বর সেকশনে হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
 
ধানমণ্ডি ঈদগাহ ময়দান, গেন্ডারিয়া ধূপখোলা মাঠ, বাসাবো খেলার মাঠ, পশ্চিম করাতিটোলা স্বামীবাগ জামে মসজিদ, লালমোহন সাহা স্ট্রিট দক্ষিণ মুহসেন্দি বড় জামে মসজিদ, কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ, শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, ফার্মগেট মসজিদ বায়তুশ শরফ, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। -সমকাল

২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে