নিউজ ডেস্ক : ক্রমাগত হুমকি, আক্রমণ এবং হত্যার মুখেও ‘বিজ্ঞানমনস্ক এবং মুক্তমতে’র বই প্রকাশের জন্য শুদ্ধস্বর প্রকাশনীকে পুরষ্কৃত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্সের (এএপি) ‘ইন্টারন্যাশনাল ফ্রিডম টু পাবলিশ অ্যাওয়ার্ড-২০১৬’ পেয়েছে সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি প্রদান করা হবে আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামে।
শুদ্ধস্বর প্রকাশনীর সত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল। গতবছরের অক্টোবরে প্রকাশনীটির লালমাটিয়ার অফিসে টুটুলসহ লেখক তারেক রহিম ও রণদীপম বসু দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।
শুদ্ধস্বর প্রকাশনী থেকে মার্কিন প্রবাসী ‘বিজ্ঞানমনস্ক’ লেখক অভিজিৎ রায়ের বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছিল। ওই বছরেরই ফেব্রুয়ারিতে স্ত্রীসহ বইমেলা থেকে বেরিয়ে হামলার মুখে পড়েন এবং দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহত হন।
এ পুরস্কার অর্জনে প্রকাশনীটির পক্ষে কবি মাহবুব লীলেন বলেছেন, ‘শুদ্ধস্বর বিশ্বাস করে, এই পুরস্কারটি শুদ্ধস্বরের সকল লেখকের সম্মিলিত অর্জন। মৌলবাদীদের হাতে নিহত বাংলাদেশের সকল লেখক ও প্রকাশকদের স্মৃতির উদ্দেশে শুদ্ধস্বর এই অর্জনটিকে উৎসর্গ করছে।’
বাংলাদেশের ‘মুক্তমনা’ লেখক ও প্রকাশকদের এই দুঃসময়ে এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি শুদ্ধস্বরের প্রকাশনাকে অব্যাহত রাখতে এবং আরো বিস্তৃত করতে অনুপ্রাণিত করবে বলেও মনে করেন তিনি।
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম