নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন তার স্ত্রী, কন্যা ও পুত্রসহ পরিবারের ছয় জন সদস্য।
শুক্রবার বেলা ১১টার দিকে নিজামীর স্বজনরা তার সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগার পার্ট-২ এ প্রবেশ করেন। গত মার্চ থেকে এ কারাগারের ফাঁসির সেলে বন্দি আছেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ হওয়ার পর দিন স্বজনরা নিজামীর সঙ্গে দেখা করছেন।
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম