শুক্রবার, ০৬ মে, ২০১৬, ১২:০৩:৫৯

মধ্যরাতে ২ হাজার যাত্রী বহনকারী লঞ্চে আগুন, কি ঘটল তারপর?

মধ্যরাতে ২ হাজার যাত্রী বহনকারী লঞ্চে আগুন, কি ঘটল তারপর?

নিউজ ডেস্ক : মধ্যরাতে নদীতে দুই হাজার যাত্রী নিয়ে বরিশালগামী এম ভি সুন্দরবন-৮ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি নৌ ইউনিট ছুটে যায়।

ঢাকা থেকে সুবিশাল অত্যাধুনিক  সুন্দরবন-৮ লঞ্চটি বৃহস্পতিবার রাত নয়টার দিকে যাত্রী বোঝাই হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পরে লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, বড়কোনও দুর্ঘটনার আগেই নদীর মধ্যে এক চরে লঞ্চ ভিড়িয়ে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর যাত্রী নিয়ে লঞ্চটি বরিশালে পৌঁছে ভোর রাতে।

এ লঞ্চে কেবিনে যাত্রী ছিলেন ডাঃ আনোয়ার হোসেন। তিনি জানান রাত আড়াইটার দিকে হঠাৎ লঞ্চে আগুন আগুন চিৎকারে তার ঘুম ভেঙ্গে যায়। তিনি দ্রুত বাইরে এসে দেখেন আতঙ্কিত যাত্রীদের হুড়ো হুড়ি। আর্তচিৎকার, কান্নায় তিনিও ভিত হয়ে পড়েন। লঞ্চটি বার বার কাত হয়ে যাওয়ায় একটি চরে ভেড়ানো হয়।

এ সময় সব যাত্রী ঐ চরে অন্ধকারের মধ্যে নেমে পড়ে। সংবাদ পেয়ে ছুটে আসে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি নৌ ইউনিট। পরে আগুন নেভানো হলে তারা আবার লঞ্চে উঠেন। তিনি জানান ভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন।

কিভাবে আগুন লাগলো তা জানতে যোগযোগে করা হয় লঞ্চের সুপারভাইজার সিরাজের সঙ্গে। তিনি জানান রাত তখন সোয়া দুইটা থেকে আড়াইটা হবে। বেশিরভাগ যাত্রীই ঘুমে অচেতন। লঞ্চে হ্যাচ (নীচে যেখানে মালামাল রাখা হয়) থেকে ধোয়া বেরুতে দেখে কয়েক যাত্রী চিৎকার শুরু করে। হ্যাচের মুখ খোলার সাথে সাথে কালো ধোয়ায় ছেয়ে যায় লঞ্চ।

এসময় যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে হিজলা সংলগ্ন নদীর একটি চরে লঞ্চটি থামানো হয়। সব যাত্রী নামিয়ে এরপর হ্যাচে পানি ঢালা হয়। পরে হ্যাচে নেমে দেখা যায়, যাত্রীদের আনা একটি আই পি এস এর প্যাকেট থেকে ধোয়া বেরুচ্ছে। কোন কারনে এটি বিস্ফোরিত হয়েছে। তিনি জানান, বরিশাল থেকে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে