শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০২:৩৯:২২

সাইফুর’স পৃষ্ঠপোষক তাই চলে গেলেন মন্ত্রী-ভিসি

সাইফুর’স পৃষ্ঠপোষক তাই চলে গেলেন মন্ত্রী-ভিসি

নিউজ ডেস্ক : কোচিং বাণিজ্যে নিষেধাজ্ঞা থাকায় কোচিং সেন্টারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ডিআরইউ সদস্যদের সন্তানদের মধ্যে পিইসি এবং জেএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারীদের সংবর্ধনা দিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে সহযোগী হিসেবে ছিলো সাইফুর’স।

এমন এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পান আইনমন্ত্রী এবং বিশেষ অতিথি করা হয় ঢাবি উপাচার্যকে। আমন্ত্রণ অনুযায়ী সময়মতো হাজির হন দুই অতিথি। তবে অনুষ্ঠানস্থলে এসে তারা জানতে পারেন এর পৃষ্ঠপোষকতা করছে সাইফুর’স নামের একটি কোচিং সেন্টার। বিষয়টি জানার পর অনুষ্ঠান ছেড়ে দু’জনই চলে যান ।

আইনমন্ত্রী জানান, সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলেও একটি কোচিং সেন্টার যে অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় আছে এটা তাকে আগে জানানো হয়নি। অনুষ্ঠানে আর কে কে থাকবেন তাও তিনি জানতেন না।

দুই অতিথির অস্বীকৃতির পরও অনুষ্ঠান চালিয়ে যান আয়োজকরা। মূল অতিথিদের বদলে কৃতিদের হাতে ক্রেস্ট তুলে দেন সাইফুর’স প্রাইভেট লিমিটেডের এমডি ও সাইফুর’স কোচিং সেন্টারের মালিক সাইফুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, 'ওনারা বলেছেন সাইফুর’স নিষিদ্ধ, তাই চলে গেছেন।'

অার অনুষ্ঠানে জানানো হয়, একটি অনাকাঙ্খিত ঘটনার জন্য দুই অতিথি অনুষ্ঠানে এসেও চলে গেছেন। তাদের মতো দু'জন ব্যক্তিত্বের উপস্থিতি এবং বক্তব্য থেকে যে কৃতি শিক্ষার্থীরা বঞ্চিত হলো সেজন্য দু:খ প্রকাশ করা হয়।

বক্তৃতায় রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বলেন, সাইফুর'স এর বই থেকে ব্যক্তিগতভাবে তিনিও উপকৃত হয়েছেন। কিন্তু, সাম্প্রতিক সময়ে সাইফুর'স কিছু বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি সাইফুর'সকে বেরিয়ে আসার পরামর্শ দেন।

অনুষ্ঠানে এছাড়াও ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রায় ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। তারা দুর্নীতিবিরোধী শপথও নেয়। -চ্যানেল আই অনলাইন
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে